দৌলতদিয়ার পোরাভিটা হতে ৩০০ গ্রাম হেরোইন ও ২লাখ ৭হাজার টাকাসহ আটক ১
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ ,৭ এপ্রিল, ২০২১ | আপডেট: ৩:৩৮ পূর্বাহ্ণ ,৮ এপ্রিল, ২০২১
স্টাফ রিপোর্টার।। ৩০০ গ্রাম হোরোইন ও মাদক বিক্রিত নগদ ২লাখ ৭হাজার ৮৫০ টাকা জব্দ সহ মোঃ তুহিন মোল্লা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল।
৭ এপ্রিল-২১ বুধবার বিকেলের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মোছাঃ রোজী বেগম (৪৫) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটককৃত মোঃ তুহিন মোল্লা- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া গ্রামের মোঃ আনু মোল্লার ছেলে এবং সে পোড়াভিটা এলাকার বাসিন্দা ও একজন চিন্থিত মাদক ব্যাবসায়ী।
অভিযানকালে পালাতক মোছাঃ রোজী বেগম- একই এলাকার মোঃ আরিফ কাজীর স্ত্রী। সেও একজন চিন্থিত মাদক ব্যাবসায়ী।
এ বিষয়ে, গোয়ালন্দ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি) মোঃ রফিকুল ইসলাম জানান- বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় মাদক ব্যাবসায়ী তুহিন মোল্লার বসত ঘর থেকে ৩ শ গ্রাম হেরোইন ও তার ড্রয়ার থেকে নগদ ২ লক্ষ ৭ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রর অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালক তানভীর হোসেন খান, পরিদর্শক ধঞ্জয় চন্দ্র দেবনাথ, উপ-পরিদর্শক শীর্ষেন্দু সাহা, সহকারী উপ-পরিদর্শক মোঃ তানভীর হোসেন, ওয়ারলেস অপারেটর মোঃ লিয়াকত আলী ও গাড়িচালক মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে বলেও জানান তিনি।