আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে শিক্ষককে অকারনে মারপিট করেছে মদ্যপায়ী ২ মাতাল।।গ্রেফতার-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ ,২৬ মে, ২০১৮ | আপডেট: ১:৩৫ পূর্বাহ্ণ ,২৬ মে, ২০১৮
গোয়ালন্দে শিক্ষককে অকারনে মারপিট করেছে মদ্যপায়ী ২ মাতাল।।গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক।।রাজবাড়ী গোয়ালন্দের ইউপি সদস্য সিদ্দিক সরদার (৫৮) ও তার সহযোগী মজিবার রহমান (৪৮) মদ পান করে মাতলামি করে স্কুল শিক্ষক মাহাফুজুর রহমান মিলন (৩৫) কে প্রথমে লাঞ্চিত ও মারপিট করে আহত করেছে ।
২৩শে মে-১৮ বুধবার রাত ১১.টার দিকে গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের কৃষ্ণতলা এলাকায় এ অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে ।
আহত স্কুল শিক্ষক মাহফুজুর রহমান মিলন কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে ।
মাতাল ও মারপিটধারী ব্যাক্তিরা হলেন, সিদ্দিক সরদার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য, এবং তার সহযোগী মজিবার রহমান গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের শমসের সরদারের ছেলে । তিনি কাঁচা মালের ব্যাবসায়ী ও গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন বলে স্থানীয়দের থেকে জানাযায় ।

ঘটনার পর ওই রাতেই স্কুল শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মাতাল ইউপি সদস্য সিদ্দিক সরদারকে গ্রেফতার করে । পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মদ পানের পারীক্ষায় সত্যতা পাওয়ায় । বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে ।
আহত স্কুল শিক্ষক মাহফুজুর রহমান মিলন ‘জনতার মেইল.কম’কে বলেন- ‘ইউপি সদস্য সিদ্দিক সরদার বুধবার দিবাগত রাত ১১.টার দিকে মদপান করে আমাদের বাড়ি সংলগ্ন দোকানের সামনে প্রতিদিনের ন্যায় অকথ্য ভাষায় গালাগালিসহ মাতলামী করছিলেন । আমি বাড়ি থেকে বাইরে বের হয়ে ইউপি সদস্য সিদ্দিক সরদারকে বলি চলেন আপনার বাড়িতে দিয়ে আসি । এ কথা বলতেই তার সাথে থাকা মজিবর দোকানের ঝাপের লঠি দিয়ে আমাকে এলোপাথারী পেটাতে থাকে । এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।’ তিনি আরো জানান, এক্সরে রিপোর্টে তার হাতের ৩টি আঙ্গুল ভেঙে গেছে । এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে । এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে ।
অভিযুক্ত মজিবার রহমানের সাথে সরেজমিন কথা বলার চেষ্টা করে ব্যার্থ হয়ে তার ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায় ।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা একে আজাদ জানান, প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামির দায়ে ইউপি সদস্য সিদ্দিক সরদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । শিক্ষককে মারপিট করে আহত করেছে ইউপি সদস্যের সহযোগী মজিবার । এ ব্যাপারে অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

Comments

comments