আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে বরখাস্ত!!দুর্নীতি দমন কমিশনের দুই কর্মকর্তা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ ,২২ মে, ২০১৮ | আপডেট: ২:০৪ পূর্বাহ্ণ ,২২ মে, ২০১৮
দুর্নীতির দায়ে বরখাস্ত!!দুর্নীতি দমন কমিশনের দুই কর্মকর্তা

নিউজ ডেস্ক ।। দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দুর্নীতি দমন কমিশনের(দুদক)দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে । তাদের একজন এস.এম শামীম ইকবাল ঢাকা কার্যালয়ে কর্মরত ছিলেন; অন্যজন বীর কান্ত রায় ছিলেন দিনাজপুর সমন্বিত কার্যালয়ে কর্মরত ।
২১মে-১৮ সোমবার দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানিয়েছেন, দুদকের সহকারী পরিচালক এস এম শামীম ইকবালকে ২০ মে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত এবং সহকারী পরিচালক বীর কান্ত রায়কে ২১ মে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
তিনি আরো বলেন, দুদক কর্মকর্তা-কর্মচারীরা যাতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেজন্য প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে । দুই কর্মকর্তা দুদক বিরোধী কাজ করায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ।
এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, এস.এম শামীম ইকবাল খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত অবস্থায় একটি দুর্নীতির মামলায় এক বছরের বেশি সময় আদালতে অভিযোগপত্র দাখিল না করে নিজের কাছে রেখে দেন । এই বিষয়ে দুদকের বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার তাকে দুদকের চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয় । ফলে তিনি চাকরি থেকে অবসরের কোনো সুবিধা পাবেন না ।
অপরদিকে, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরে কর্মরত সহকারী পরিচালক বীর কান্ত রায় একটি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তদন্ত কার্যক্রমে এক বছরের বেশি (৩৮৪ দিন) সময় ক্ষেপণ করেন । দুদক কর্তৃপক্ষের বিভাগীয় তদন্তে প্রমাণ পাওয়া যায় যে, বীর কান্ত রায় কোনো না কোনোভাবে আসামি দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত কার্যক্রমে বিলম্ব করেছেন ।

Comments

comments