আজ : বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর ধুঞ্চি হতে ইয়াবাসহ বিপুল ও রমজান নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ ,২৬ আগস্ট, ২০২০ | আপডেট: ১:০২ পূর্বাহ্ণ ,২৭ আগস্ট, ২০২০
রাজবাড়ীর ধুঞ্চি হতে ইয়াবাসহ বিপুল ও রমজান নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক

রাজবাড়ী প্রতিনিধি।। ১৪৯ পিস ইয়াবাসহ ধুঞ্চি গ্রাম হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। ২৬ আগষ্ট-২০ সোমবার আনুমানিক রাত পৌনে ১০.টার দিকে ধুঞ্চি গ্রামের বিপুল মন্ডলের বসতবাড়ির উঠানের উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলা সদরের ধুঞ্চি (জমিরের মোড়) গ্রামের জমির মন্ডলের ছেলে বিপুল মন্ডল (২৫) এবং একই এলাকার মৃত জুলমত ফকিরের ছেলে মোঃ রমজান ফকির (২৬)।

জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান- গ্রেফতারকৃতরা দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা টালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার রাতে এসআই মোঃ বদিয়ার রহমান তার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল মন্ডল (২৫) কে ও তার সহযোগী মোঃ রমজান ফকির (২৬) কে গ্রেফতার করে। এস সময় তাদের দখল হতে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার ওজন ১৪.৯ গ্রাম, মূল্য অনুমান ৪৪,৭০০টাকা। এ ঘটনায়, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Comments

comments