রাজবাড়ী প্রতিনিধি।। ১৪৯ পিস ইয়াবাসহ ধুঞ্চি গ্রাম হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। ২৬ আগষ্ট-২০ সোমবার আনুমানিক রাত পৌনে ১০.টার দিকে ধুঞ্চি গ্রামের বিপুল মন্ডলের বসতবাড়ির উঠানের উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলা সদরের ধুঞ্চি (জমিরের মোড়) গ্রামের জমির মন্ডলের ছেলে বিপুল মন্ডল (২৫) এবং একই এলাকার মৃত জুলমত ফকিরের ছেলে মোঃ রমজান ফকির (২৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান- গ্রেফতারকৃতরা দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা টালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার রাতে এসআই মোঃ বদিয়ার রহমান তার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল মন্ডল (২৫) কে ও তার সহযোগী মোঃ রমজান ফকির (২৬) কে গ্রেফতার করে। এস সময় তাদের দখল হতে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার ওজন ১৪.৯ গ্রাম, মূল্য অনুমান ৪৪,৭০০টাকা। এ ঘটনায়, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।