রাজবাড়ী ডিবি কতৃক অস্ত্র-গুলি-পিয়াজের বস্তাসহ আটক-১
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ ,৩ মে, ২০১৮ | আপডেট: ৮:৫০ অপরাহ্ণ ,৪ মে, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। পিয়াজের বস্তা হতে ২টি ওয়ান শুটার গান ও ২রাইন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী নিরাপদ মন্ডলকে(৫৫)কে আটক করেছে রাজবাড়ী গোয়েন্দা(ডিবি)পুলিশের একটি অভিযানিক দল ।
২রা মে-১৮ বুধবার দুপুর ১.টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
আটক অস্ত্র ব্যবসায়ী নিরাপদ মন্ডল বিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেতুল বাড়িয়া গ্রামের পঞ্চানন্দ মন্ডলের ছেলে ।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি কামাল হোসেন ভুঁইয়া জনতার মেইল.কম কে জানান, একজন অস্ত্র ব্যাবসায়ী পিয়াজের বস্তার মধ্যে অস্ত্র ও গুলি নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বহনকৃত একটি পিয়াজের বস্তাসহ অস্ত্র ব্যবসায়ী নিরাপদ মন্ডলকে আটক করা হয় । পরে পিয়াজের বস্তা তল্লাশি করে তার বস্তার মধ্যে লুকানো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । এ ব্যপারে মামলার প্রক্রিয়াধিন রয়েছে ।