আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১ জন প্রতারক ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ ,১৯ আগস্ট, ২০২০ | আপডেট: ২:১২ পূর্বাহ্ণ ,২১ আগস্ট, ২০২০
১ জন প্রতারক ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব

স্টাফ রিপোর্টার।। দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলিয়া বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণা ও বল প্রয়োগের মাধ্যমে চাঁদা আদায়/দাবি করার অভিযোগে মোঃ শাহ আলম (৪২) নামে এক প্রতারক ও চাঁদাবাজকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব।

১৯ আগষ্ট-২০২০ বুধবার বিকালে পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া ১নং ওয়ার্ড গ্রামের মোঃ মতলেব ব্যাপারীর ছেলে।

পটুয়াখালী র‌্যাব-৮ জনতার মেইলকে জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। র‌্যাব আরো জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করেছে। ধৃত আসামী বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলিয়া অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

comments