আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ও ঈদকে ঘিরে রাজবাড়ীতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানী ও স্বাস্থবিধি অমান্য


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০২০ | আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ণ ,৬ আগস্ট, ২০২০
করোনা ও ঈদকে ঘিরে রাজবাড়ীতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানী ও স্বাস্থবিধি অমান্য

সমীর কান্তি বিশ্বাস &  এস.এম হিমেল।। সরকারের ঘোষনা- করোনা দূর্যোগে সামাজিক দুরত্ব মেনে চলতে যানবাহনের ভারা দ্বিগুন করা হয়েছে। তারপরেও ঈদুল আযাহার ছুটির শেষে স্বাস্থ্যবিধি অমান্য করে ছোট বড় মাঝারী যানবাহনগুলো যাত্রী সাধারনের নিকট থেকে মাত্রা অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।

সরেজমিন পরিদর্শনে জানাযায়, রাজবাড়ীর মুরগীর ফার্ম (নতুনবাজার) বাস ষ্ট্যান্ড থেকে বালিয়াকান্দি পর্যন্ত বাসের ভাড়া ২০ টাকা।এ সড়কে বাস চলাচল বন্ধ থাকার কারনে মাহিন্দ্র করোনার দোহাই দিয়ে ৫০ টাকা করে ভাড়া আদায় করছে। ৫ থেকে ৬ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও যাত্রী নেওয়া হচ্ছে গাড়ী ভর্তি করে ১০/১২ জন। এ বিষয়ে তদারকী করার মত কাউকে দেখা যায়নি।

আবার, বালিয়াকান্দি থেকে জামালপুরের মাহিন্দ্রের ভাড়া ১৫ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ৩০ টাকা এবং মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি গাড়ী ভর্তি করে যাত্রী সাধারণ আনা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে, গাড়ী চালকদের অতিরিক্ত ভাড়া আদায় করার কথা বললে তারা জানায়, স্ট্যান্ডে আমাদের নিকট থেকে গাড়ী পারর্কিং বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হয়। তাছাড়া নতুন গাড়ী রাস্তায় নামালে সমিতিকে মোটা অংকের অর্থ চাঁদা দিয়ে গাড়ী চালানোর অনুমতি নিতে হয়।

অপরদিকে, দৌলতদিয়া মধুখালী রুটের মাহিন্দ্র গাড়ীর যাত্রী বোঝাই করলে মধুখালী স্ট্যান্ডের স্টাটারকে গাড়ী প্রতি ২০০ টাকা করে নাজরানা দিতে হয়। অধিক অর্থের লোভে অতিরিক্ত যাত্রী বোঝাই করে জীবনের ঝুকি নিয়ে করোনা দূর্যোগে স্বাস্থ্যবিধি অমান্য করে সরকারের নিয়মনীতি উপেক্ষা করে প্রতিদিন ছোট বড় মাঝারী যানবাহন চলছে। স্বাস্থ্যবিধি অমান্য করে এভাবে চলাচল করতে থাকলে করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বলে জনসাধারন মনে করেন। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানী ও স্বাস্থ্যবিধি অমান্য করায় প্রশাসনের হস্তক্ষেত কামনা করেছেন সংশ্লিষ্ট জনসাধারন।

Comments

comments