আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্দ্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখার অপরাধে ব্যবসায়ীদের জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ ,১৭ মে, ২০২০ | আপডেট: ১০:৪২ অপরাহ্ণ ,১৮ মে, ২০২০
নির্দ্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখার অপরাধে ব্যবসায়ীদের জরিমানা

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অদ্য ১৭ মে-২০২০ রবিবার সকাল ৭.টা হতে রাত ১০.টা পর্যন্ত পটুয়াখালী সদরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় দোকান খোলা রাখার অভিযোগে ৬ ব্যবসায়ীকে ৫,৯০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক- মাদার বুনিয়া গ্রামের চায়ের দোকানদার মোঃ হানিফ (২২) কে ৫০০ টাকা, পুরান বাজারের মিষ্টির দোকানদার পলাশ দাস (৪০) কে ১,০০০ টাকা, সুলতান ট্রি ষ্টোর রাজিয়া সুলতান (২৫) কে ২০০ টাকা, ২নং বাধের চায়ের দোকানদার মোঃ শামসুল হক (৬৫) কে ২০০ টাকা, টাউন বাহাল গাছিয়ার চালের দোকানদার মোঃ জাকারিয়া (২৩) কে ১,০০০ টাকা, টাউন জৈন কাঠির মুদির দোকানদার মোঃ রফিকুল ইসলাম (৪৫) কে ৩,০০০ টাকা সহ সর্বমোট ৫,৯০০/- টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চন্দ্র দাস।

এসময়, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন, রুনাল্ট চাকমা, ও জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন।

একইদিন, বিকাল আনুমানিক ৩.টার দিকে বরগুনা সদর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট স্থান ব্যতিত রাস্তার পার্শ্বে মাছ বিক্রয়ের অপরাধে খাজুরতলার মোঃ শাহ আলম (৪০) কে ১,০০০/- টাকা জরিমানা কওেরছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন। বাংলাদেশ দন্ড বিধি আইনের ১৮৮ ধারা মোতাবেক এ অর্থদন্ড দন্ড প্রদান করেন।

Comments

comments