আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওজনে কম দেওয়ায় মাছ, মাংস ও মুরগী ব্যবসায়ীদের জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ ,১৫ মে, ২০২০ | আপডেট: ১২:১৪ অপরাহ্ণ ,১৬ মে, ২০২০
ওজনে কম দেওয়ায় মাছ, মাংস ও মুরগী ব্যবসায়ীদের জরিমানা

স্টাফ রিপোর্টার।।  পটুয়াখালী র‌্যাব-৮ ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে ১৫ মে-২০২০ শুক্রবার সকাল  ৮.টা হতে ১১.টা পর্যন্ত পটুয়াখালী সদর এর পুরান বাজার ও নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে- ওজনে কম দেওয়ার অভিযোগে মাছ, মাংস ও মুরগীর ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ওজনে কম দেওয়ার অভিযোগে- *টাউন জোনকাঠী এলাকার মাংস ব্যবসায়ী মোঃ খলিল সরদার (৪৫) কে ২,০০০/- টাকা, *মাংস ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদার (৪৫) কে ২,০০০/- টাকা, *মাংস ব্যবসায়ী খোকন বয়াতী (৪২) কে ৫,০০০/- টাকা, *মাংস ব্যবসায়ী শহিদ বয়াতী (৪৫) কে ৩,০০০/- টাকা, *মুরগী ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া (৪৮) কে ২,০০০/- টাকা, *মাছ ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন (৫০) কে ১,০০০/- টাকা, *মাছ ব্যবসায়ী আঃ রহিম (৪০) কে ৫০০/- টাকা, *মাছ ব্যবসায়ী মোঃ জামান বিশ্বাস (৪৩) কে ৫০০/- টাকা সহ সর্বমোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৭ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চন্দ্র দাস। এ সময়, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম সরওয়ার ও রুনাল্ট চাকমা, এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন।

বরগুনা সদরে ভ্রাম্যমান আদালতে ১ মুদি দোকানদারকে অর্থদন্ড

একইদিন দুপুর ১.টার সময় বরগুনা সদর এলাকায় অভিযান পরিচালনা করে দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করায় এবং মালামাল বিক্রয়ের সময় সামাজিক দূরত্ব বজায় না থাকার অপরাধে বরগুনার বড় লবন এলাকার মুদির দোকানদার মোঃ সোহেল রানা (৩৫) কে ২,০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯ ধারা মোতাবেক এ অর্থদন্ড দন্ড প্রদান করেন- ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ নিজাম উদ্দীন।

Comments

comments