রাজবাড়ী বাজার হতে নিষিদ্ধ পলিথিন সহ ১জনকে আটকের করে জরিমানা আদায়
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ ,১২ মে, ২০১৮ | আপডেট: ১:৩৭ পূর্বাহ্ণ ,১৩ মে, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫,০০০ কেজি পলিথিনসহ মোঃ আক্কাস বিশ্বাস (৫০)আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল । পরে ভ্রাম্যমান আদালত কতৃক জরিমানা আদায় ও জব্দকৃত পলিথিন আগুনে পুরিয়ে ধ্বংস করা হয় ।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১২ মে-১৮ শনিবার দুপুর ২.টার দিকে রাজবাড়ী বাজারের রূপালী ব্যাংক মোড় এলাকায় জেলা ওয়ার্কাস পাটির কর্য্যালয়ের সামনে অবস্থিত আক্কাছ ষ্টোর এ অভিযান পরিচালনা করে পলিথিন জব্দসহ তাকে আটক করা হয় ।
আটককৃত ব্যাক্তি, রাজবাড়ী জেলা শহরের ভাজনচালা বিনোদপুর গ্রামের মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে ।
আটককৃত আক্কাস বিশ্বাসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহি উদ্দিন- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬(ক) ধারা মোতাবেক ৪০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন ।
জব্দকৃত পলিথিন সমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সোনাকান্দর পদ্মানদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয় ।