মাদারীপুর তাতিকান্দিতে ইয়াবাসহ আটক-১।। হাত বদলে ইয়াবার সাথে করোনাভাইরাস
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ ,৬ এপ্রিল, ২০২০ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ণ ,৭ এপ্রিল, ২০২০
স্টাফ রিপোর্টার।। করোনা ইস্যুতে দেশের এই করুন মূহুর্তে ফাঁকা মাঠ পেয়ে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক কারবারিরা। যাদের নেই মানবতা, এমনকি মৃত্যুর ভয় পর্যন্ত। দেশ-বিদেশ থেকে আসা হাত বদলের মধ্যেদিয়ে ইয়াবা ও অন্যান্য মাদকের সাথে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শতভাগ সম্ভাবনা থাকে বলে সচেতনরা মনে করেন।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ৬ এপ্রিল-২০২০ সোমবার বিকাল সারে ৪.টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন তাতিকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৭৩ পিস ইয়াবাসহ মোঃ মনির মাতুব্বর (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটক ব্যাক্তি- মাদারীপুর জেলার নগরকান্দা উপজেলার সাদিপুর গ্রামের মোঃ মোক্তার মাতুব্বরের ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার মাদারীপুর রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার মাদারীপুর রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।