আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা রোধে রাজবাড়ীর ৫ উপজেলায় মোবাইল কোর্টে বিভিন্ন ব্যাক্তির জড়িমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ ,২ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:৪৫ অপরাহ্ণ ,২ এপ্রিল, ২০২০
করোনা রোধে রাজবাড়ীর ৫ উপজেলায় মোবাইল কোর্টে বিভিন্ন ব্যাক্তির জড়িমানা

রাজবাড়ী প্রতিনিধি।। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, পণ্য পরিবহন ও বাজার পরিস্থিতি মনিটরিং এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিদিনের ন্যায় ২ এপ্রিল-২০২০ বৃহস্পতিবারেও রাজবাড়ী জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেসির নিয়ন্ত্রণাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এ অভিযানে, সদর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে ৩৫ টি মামলায় ৩৫ জনকে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১৩ হাজার ৮ শত টাকা, পাংশা উপজেলায় ২ টি মামলায় ৩ জনকে দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় ১২ হাজার টাকা এবং বালিয়াকান্দি উপজেলায় ৫ টি মামলায় ৫ জন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও দন্ডবিধির ২৬৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা দন্ড আরোপ করা হয়। কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাউকে জরিমানা দন্ড বা কারাদন্ড প্রদান করেননি। তবে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বণের পরামর্শ দিয়েছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। বিভিন্ন বাজার ঘাটে হ্যান্ড মাইক দিয়ে সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সরকারী নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন।

Comments

comments