রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ ,২৮ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ণ ,২৮ ফেব্রুয়ারি, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। পরিধান লুঙ্গির কোচর মধ্যে পলিথিনে রক্ষিত ৪০ পিস ইয়াবাসহ মোঃ হান্নান শেখ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ব্যাক্তি- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া গ্রামের মোঃ মাদার শেখের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ২৭ ফেব্রুয়ারি-২০২০ বৃহস্পতিবার বিকেল ৫.টার সময় গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় নৌ-ফাঁড়ী সংলগ্ন আজমেরী হোটেলের সামনে বাইপাস সড়কের উপর হতে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে, এসআই জাহাঙ্গীর মাতুব্বর বাদী হয়ে আসামী মোঃ হান্নান শেখের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি-২০২০ বিকেল সারে ৫.টার দিকে রাজবাড়ী জেলা সদরের গোদার বাজার ঘাটের জনৈক মোঃ বাবলুর মুদি দোকানের সামনে রাস্তার উপর থেকে ১৭০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুজন প্রামাণিক (২৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যাক্তি- রাজবাড়ী জেলা সদরের ছোট নুরপুর গ্রামের মোঃ আলতাফ প্রামাণিকের ছেলে।
এ বিষয়ে, এসআই জাহাঙ্গীর মাতুব্বর বাদী হয়ে আসামী মোঃ সুজন প্রামাণিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছে।