মাদারীপুর র্যাব কতৃক ইয়াবাসহ-১ ও ওয়ারেন্টভূক্ত ১ পলাতক আসামী আটক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ ,১৬ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১১:১৬ অপরাহ্ণ ,১৬ ফেব্রুয়ারি, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি-২০২০ বিকেল সোয়া ৩.টার দিকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন দক্ষিণ কার্তিকপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবা সহ মোঃ সোহেল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটক ব্যাক্তি- মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের মোঃ দবির সরদারের ছেলে। বর্তমান ঠিকানাঃ- শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর বড়ব্রীজের নীচে নদীর পাড়ে (বেদে পল্লী)।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
একই দিন অপর অভিযানে, বিকেল সারে ৫.টার সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন লক্ষীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-১৫৬০/১৮(ঠাকুরগাঁও) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ জসিম খা (৪০) কে আটক করা হয়। আটককৃত আসামী- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দাতপুর গ্রামের মোঃ জামাল খার ছেলে।
আটককৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।