ফরিদপুরে ফেনসিডিলসহ ১ বিকাশ প্রতারক গ্রেফতার
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ ,১১ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১১:৫০ অপরাহ্ণ ,১২ ফেব্রুয়ারি, ২০২০
স্টাফ রিপোর্টার।। বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিকাশ প্রতারক চক্রের ১ সদস্য মোঃ ইখলাস শেখ (৩৬) কে আটক করেছে ফরিদপুর র্যাব।
এ সময়, তার নিকট হতে ২ বোতল ফেন্সিডিল, বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৮টি সীমকার্ডসহ ৫টি মোবাইল ফোন, নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়।
আটক ব্যাক্তি- ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মিয়া পাড়া গ্রামের মৃত আঃ খালেক শেখের ছেলে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে- ১১ ফেব্রুয়ারি-২০২০ মঙ্গলবার বিকালে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা গোল চত্তর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গোপন সংবাদে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা গোল চত্তর এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাই করে ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় পেনাল কোড ১৮৬০ এর ৪১৭/৪১৯/৪২০ ধারা তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।