পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ কারেন্ট জালসহ ১ জন আটক ও কারাদন্ড
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ ,৮ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১১:১৪ অপরাহ্ণ ,৮ ফেব্রুয়ারি, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৮ ফেব্রুয়ারি-২০২০ শনিবার বিকেল ৪.টার সময় পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন আরজবাগী এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ অন্তত ২৫০ কেজি কারেন্ট জাল জব্দ করাসহ কারেন্ট জাল ব্যবসায়ের সাথে জড়িত মোঃ নাছির উদ্দীন কাজি (২৮) কে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি- পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আরজবাগী গ্রামের মোঃ আঃ খালেক কাজির ছেলে।
আটকের পর, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন ভ্রাম্যমাণ আদালতে অসাধু ব্যবসায়ীকে সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক আসামীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-২৯/২০। তারিখ ৮/২/২০২০ ইং। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।