মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ ,২০ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২০ জানুয়ারি-২০২০ সোমবার বিকেল ৪.টার দিকে বরগুনা জেলার কলাপাড়া টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ২ জন পলাতক আসামী (স্বামী-স্ত্রী) কে গ্রেফতার করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল।
আটককৃতরা হলো- বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী গ্রামের মোঃ জালাল উদ্দীন খানের ছেলে মোঃ জসিম উদ্দীন (৩৫) ও তার স্ত্রী মোসাঃ কুলসুম বেগম (৩০)।
২০১৫ সালের পুলিশ কর্তৃক উভয় আসামী গাজাঁ সহ গ্রেফতার হয়। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে উক্ত মামলার আসামী গণ গ্রেফতার এড়াতে পলাতক থাকায় আদালত কর্তৃক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়(আমতলি থানার জিআর নং-৫৩৪/১৫)।
আটককৃত আসামীদেরকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।