দৌলতদিয়ায় ১৩৩ বোতল ফেন্সিডিলসহ দৌলত শেখ আটক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ ,১৬ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৬:১২ অপরাহ্ণ ,১৮ জানুয়ারি, ২০২০
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ ,১৬ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৬:১২ অপরাহ্ণ ,১৮ জানুয়ারি, ২০২০
স্টাফ পোর্টার।। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে গোপন ১৬ জানুয়ারি-২০২০ মঙ্গলবার ভোরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কছিম উদ্দিন শেখের পাড়া মৃত চান্দু শেখের বসতবাড়ীতে তল্লাশী করে ১৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোঃ দৌলত শেখ (৩৪) নামের এক মাদক ব্যবসায়য়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটক ব্যক্তি- ওই গ্রামেরই মোঃ লাল মিয়া শেখের ছেলে।
এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।