আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে অপহরণ করে টাকা আদায়, কালুখালীতে মামলা, ঢাকায় গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ ,২৪ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৫২ অপরাহ্ণ ,২৪ ডিসেম্বর, ২০১৯
ইরাকে অপহরণ করে টাকা আদায়, কালুখালীতে মামলা, ঢাকায় গ্রেফতার

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী জেলার কালুখালী থানায় দায়ের করা এক মামলায় মানব পাচারকারী ও অপহরণ চক্রের অন্যতম আসামি জসিম ফকির ও মোঃ মাহবুব হোসেন নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম বিভাগের টিএইচবি ইউনিট।

২১ ডিসেম্বর-১৯ শনিবার রাতে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান- রাজবাড়ী জেলার কালুখালী থানায় দায়ের করা এক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে সিআইডির এ কর্মকর্তা জানান- গ্রেফতার হওয়া ব্যক্তিরা ইরাকে অবস্থানরত তাদের সহযোগীদের পরস্পর যোগসাজশে ইরাকে দু’জনকে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক রেখেছিলেন। এরপর তারা বাংলাদেশে থাকা তাদের স্বজনদের মোবাইল ফোনে জানান যে, বিকাশে পাঁচ লাখ টাকা না পাঠালে ওই দুজনকে মেরে ফেলা হবে। তখন অপহৃতের স্বজনেরা আসামিদের দেওয়া ৯টি বিকাশ নম্বরে মোট ৪ লাখ পাঠান।

সিআইডি আরো জানায়, অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ইরাকের বাগদাদ এনসিবিকে চিঠি পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা শেষে সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে সিআইডি।

Comments

comments