আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ঢোকার চেষ্টাকালে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ ,২২ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১১:১০ অপরাহ্ণ ,২২ ডিসেম্বর, ২০১৯
ভারতে ঢোকার চেষ্টাকালে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা।। অবৈধভেোব ভারতে ঢোকার চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে রেজাবুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সে উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।

২২ ডিসেম্বর-১৯ রোববার ভোররাতে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে আরও কয়েক জনের সঙ্গে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন রেজাবুল। এ সময় বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১.টার সময় মারা যান তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুর উপজেলা ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম এ তথ্য জানান। তিনি জানান- রোববার ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে য়ায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন অন্যরা পালিয়ে আসতে পারলেও রেজাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১.টার দিকে তার মৃত্যু হয়।

Comments

comments