আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলা জেলার ২ ভুয়া সাংবাদিক রাজবাড়ীতে আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ ,৩০ অক্টোবর, ২০১৯ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ণ ,৩১ অক্টোবর, ২০১৯
ভোলা জেলার ২ ভুয়া সাংবাদিক রাজবাড়ীতে আটক

উজ্জ্বল চক্রবর্ত্তী।। ভোলা জেলা থেকে আসা দুই ভুয়া সাংবাদিক রাজবাড়ীর মদিনা চানাচুর কারখানায় চাঁদাবাজির সময় তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জাকির হোসেনের ছেলে সবুজ ও ঝিনাইদহ জেলার শাজাহান শেখের ছেলে জহিরুল ইসলাম।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আমিনুল ইসলাম জানান, ৩০ অক্টোবর -১৯ বুধবার সন্ধ্যায় একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে রাজবাড়ীর মদিনা চানাচুর কারখানায় যায় ওই ভুয়া দুই সাংবাদিক। এ সময় তারা কারখানার মালিকের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। এতে কারখানা মালিকের সন্দেহ হলে তারা তাদের পরিচয় পত্র দেখতে চায়। জবাবে একটি পরিচয় পত্র দেখালে সেখানে পদবীর স্থানে প্রজেক্ট অফিসার লেখা দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে তুলে দেন তারা। এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।

Comments

comments