আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী থানা পুলিশ কতৃক ৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ ,২৭ আগস্ট, ২০১৯ | আপডেট: ১২:০৪ পূর্বাহ্ণ ,২৯ আগস্ট, ২০১৯
রাজবাড়ী থানা পুলিশ কতৃক ৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। কমলা রংয়ের ৩০০ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগষ্ট-১৯ মঙ্গলবার বিকাল ৫.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর সুরুজ মেলেটারীর পুকুরের পাকা রাস্তার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের সাজাহান মোল্লার ছেলে নুরুল করিম সোয়েব (১৯), রাজারবাড়ী লক্ষ্মীকোল গ্রামের আব্দুর রহমানের ছেলে রেজাউল ওরফে রবিন (২০)ও  বিনোদপুর কলেজ পাড়ার আবুল হোসেনের ছেলে আহসান মোল্লা (১৯)।

রাজবাড়ী সদর থানার এসআই জাহিদুল ইসলাম (২)জনতার মেইলকে জানান, অভিনব কায়দায় তারা দীর্ঘ দিন ধরে মাদক বেচা কেনা চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে- তার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স চঞ্চল হোসেন ও নুরুজ্জামানের সহযোগীতায় আলীপুর ইউনিয়নের কল্যানপুরের সুরুজ মেলেটারীর পুকুরের পাকা রাস্তার সামনে থেকে ৩শ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেন। এ সময়, কালোটেপে মুড়ানো অবস্থায় ৬টি কালোজামের মত ট্যাবলেট তৈরি করে নিয়ে আসছিল। যার মধ্যে ৬টি ইয়াবার প্যাকেট ছিল এবং ইয়াবা গুলোর রং কমলা।

তিনি আরো জানান,গ্রেফতারকৃতদের মধ্যে নুরুল করিম সোয়েবের বিরুদ্ধে থানায় পূর্বের মাদকের মামলা রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যবহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনের মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Comments

comments