আজ : শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৫কেজি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও বিয়ারসহ আটক-৮


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ ,২১ আগস্ট, ২০১৯ | আপডেট: ৯:৪৫ অপরাহ্ণ ,২২ আগস্ট, ২০১৯
৫কেজি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও বিয়ারসহ আটক-৮

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ২০ আগষ্ট-১৯ মঙ্গলবার রাত ১০.টা হতে  ২১ আগষ্ট সকাল ৭.টা পর্যন্ত  মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। এসময়, আটককৃতদের নিকট হতে সর্বমোট ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট,৫ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল এবং ১২ ক্যান বিয়ার উদ্ধার করেন।

A. ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন হাজরাহাটি সাকিনস্থ এলাকায় রাত্র আনুমানিক ৫.২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ জাকির হোসেন (৩৮), পিতাঃ মোসলেম খান, সাং-বাড়ৈইডাঙ্গা, ২। মোঃ শামীম শেখ(৩৫), পিতাঃ মৃত সোনামুদ্দিন শেখ, ৩। হেলাল কাজী (৩০), পিতাঃ আমজেদ কাজী, উভয় সাং-হাজরাহাটি, সর্ব থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুরদেরকে আটক করেন। আটককৃত আসামীদের নিকট হতে ০৫(পাঁচ) কেজি গাঁজা ও ১০(দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

B. শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন দক্ষিণ চাকধ এলাকায় রাত্র আনুমানিক ১.১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মোঃ আমিরুল ইসলাম (৩৭), পিতাঃ মোঃ বিল্লাল সরদার, সাং-চাকধ, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরকে আটক করেন। আটককৃত আসামীর নিকট হতে ১২ (বার) টি বিদেশী বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

C. শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন বাড়ইপাড়া সাকিনস্থ এলাকায় রাত্র আনুমানিক ০২.০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ হেলাল ছৈয়াল (৩১), পিতাঃ মোঃ আলী ছৈয়াল, সাং- শিরাঙ্গল, ২। মেহেদী হাসান (১৯), পিতাঃ আক্তার হোসেন ফকির, সাং-বাহিরকুশিয়া, উভয় থানাঃ  নড়িয়া, জেলাঃ শরীয়তপুরদেরকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ১টি দেশীয় ধারালো ছুরি (লম্বায় ৪০ইঞ্চি), ৩৬০ (তিনশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত নগদ ৭০০/-টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করেন।

D. মাদারীপুর জেলার  কালকিনি থানাধীন দক্ষিণ গোপালপুর গ্রাম এলাকায় আনুমানিক রাত্র দেড়টার সময় অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নূরু করিম সরদার (২২), পিতাঃ মোঃ আঃ সালাম সরদার, সাং-দড়িরচর লক্ষীপুর, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে ইয়াবাসহ আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

E. মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কালকিনি ভূরঘাটা বাজার এলাকায় রাত্র আনুমানিক ২৩.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার কালকিনি থানার মামলা নং-০৪, তারিখঃ-০৩-০৮-২০১৯ইং, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এর এজাহার নামীয় ২নং আসামী মোঃ রাজন সরদার (৩২), পিতাঃ সায়েদ সরদার, সাং-চর বিভাগদী, উভয় থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে আটক করেন।

আটককৃত আসামীদের নিকট হতে সর্বমোট ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট,৫ কেজি গাঁজা,১০ বোতল ফেন্সিডিল এবং ১২ ক্যান বিয়ার উদ্ধার করেন।

ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সংশ্লিষ্ট  থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments