রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ ,১৬ জুন, ২০১৯ | আপডেট: ১০:২২ অপরাহ্ণ ,১৬ জুন, ২০১৯
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ ,১৬ জুন, ২০১৯ | আপডেট: ১০:২২ অপরাহ্ণ ,১৬ জুন, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মৃধা সহ দুইজনকে কুপিয়ে জখম করেছে দূরবৃত্বরা ।
১৬ই জুন-১৯ রবিবার বিকেলে রাজবাড়ী শহরের পাবলিক হেলথ ও ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মটর সাইকেলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে ।
এ সময় কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম মৃধা ও সাথে থাকা তার ভাগ্নে চঞ্চলকে কুপিয়ে জখম করা হয়েছে । তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
তবে, কি কারনে এ ঘটনা ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানাযায়নি।