ডিবি পুলিশ কতৃক রাজবাড়ী পাংশায় অস্ত্র-গুলি সহ ২ চরমপন্থী গ্রেফতার
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর পাংশায় বুধবার রাতে বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ চরমপন্থী দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো, পাংশা থানার বহলাডাঙ্গা গ্রামের মৃত আজহার আলী মন্ডলের ছেলে আলী জামান (৪২) ও মৃত জিতেন সরদারের ছেলে বাবলু ওরফে বিন্দি সরদার (২৫)।
রাজবাড়ী ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার দিনগত রাত পৌনে ৮.টার দিকে বহালডাঙ্গা বিদ্যালয়ের মাঠে এক দল চরমপন্থীর বৈঠক চলছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাকিস্থানের তৈরী একটি .২২ বিভলবার ও ৩ রাউন্ড গুলি, একটি রাইফেল ও ৩ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান এবং ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, খুন, ডাকাতি, নারী নির্যাতনসহ ১৬টি মামলা রয়েছেবুধবার (১৩ মার্চ) রাত ৮ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা স্কুল মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।