ফরিদপুর র্যাব কর্তৃক বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ ,৮ মার্চ, ২০১৯ | আপডেট: ১০:৫৩ অপরাহ্ণ ,৮ মার্চ, ২০১৯
স্টাফ রিপোর্টার।। বিকাশের মাধ্যমে প্রতারনা চক্রের মূল হোতা সহ ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।এ সময় বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার ও রাউটার জব্দ করা হয়।
৭ মার্চ-১৯ বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সলিলদিয়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়া গ্রামের ছুরমান মাতুব্বরের ছেলে মোঃ সবুজ মাতুব্বর (২৪), পুকুর পাড় গ্রামের আলিম হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ হাওলাদার (২২) ও মৃত মজিদ শিকদারের ফারুক শিকদার (২৪)।
ঘটনার বিবরনে জানা যায় যে, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা হতে টাকা পয়সা হাতিয়ে নেয়। এতদ্প্রেক্ষিতে র্যাব ফরিদপুর উক্ত ঘটনার সত্যতা যাছাই এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্থান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাংগা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।