ইয়াবাসহ ভাজন চালার স্বাধীন ও তার ভাই সৌরন কর্মকার গ্রেফতার
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ ,২৪ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:৩৬ অপরাহ্ণ ,২৪ ফেব্রুয়ারি, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদর স্বাধীন কর্মকার (২৮) ও তার ভাই সৌরন কর্মকার (২১) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সসহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খানের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদাদালত পরিচালনা ২৪ ফেব্রুয়ারি-১৯ সোমবার বিকেল সাড়ে ৪.টার দিকে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর ভাজনচালা এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো- রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্গত বিনোদপুর ভাজনচালা গ্রামের মৃত গোপাল চন্দ্র কর্মকারের ছেলে স্বাধীন কর্মকার (২৮) ও তার ভাই সৌরন কর্মকার (২১)।
পরে, রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদাদালতের মাধ্যমে উক্ত আসামীদেরকে ১(এক) বছর ৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০(পাচ হাজার) করে মোট ১০,০০০(দশ হাজার) টাকা অর্থ দন্ড আদায় করা হয় এবং তাদেরকে রাজবাড়ী জেলা কারাগারের প্রেরণ করেন।