আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ১লা ফাল্গুনে তাড়ী ও হেরোইনসহ বসন্তের ৫ কোকিল আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ ,১৪ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:৩৫ অপরাহ্ণ ,১৫ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ীতে ১লা ফাল্গুনে তাড়ী ও হেরোইনসহ বসন্তের ৫ কোকিল আটক

উজ্জল চক্রবর্ত্তী।। ১৪ ফেব্রুয়ারি-১৯ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫২ লিটার তাড়ীসহ ভাজনচালার সবুজ এবং ২নং রেল গেইট এলাকার খোকন জমাদার কে আটক করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা।

পরে, রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (আিইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদের কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাজবাড়ী জেলা কারাগারের প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানাগেছে, রাজবাড়ী জেলায় মাদক নির্মূল হওয়ার আগ পর্য়ন্ত মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

একইদিন, বিকেল সারে ৩.টার দিকে বিনোদপুর নতুন মসজিদ এলাকা হইতে ৩০ পুরিয়া হিরোইন সহ মিলন (৪৪) ও মোশারফ (৩২) এবং মিলন শেখ (২৮) কে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।এ ঘটনায়, রাজবাড়ী থানায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখিত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Comments

comments