কুষ্টিয়ায় র্যাবের ক্রসফায়ারে নিহত রাজবাড়ীর চরমপন্থি কুদ্দুসের টাকা-পয়সা ও অস্ত্র এখন কার কাছে ?
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ ,৫ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১১:০৬ অপরাহ্ণ ,৫ এপ্রিল, ২০১৮
বিশেষ প্রতিনিধি ।। কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন লাল পতাকার সদস্য কুদ্দুস ওরফে সাগর । ঘটনাস্থল উদ্ধার করা হয়েছে থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি । এ ঘটনায় র্যাবের দুই সদস্য এএসআই তহুরুল ও কনস্টেবল রশিদুজ্জামান আহত হয়েছেন । তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নিহত কুদ্দুস ওরফে সাগর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার মৃত দাড়োগ আলীর ছেলে ।
৫ এপ্রিল-১৮ বৃহস্পতিবার ভোর পৌনে ৪.টার দিকে কুমারখালী উপজেলার কয়া এলাকায় গড়াই নদীর তীরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে ।
কুষ্টিয়া (র্যাব)-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক জানান, ভোরে লাল পতাকা বাহিনীর কয়েকজন সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর তীরে কয়ার চরে অবস্থান করছিলো । এ খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে । জবাবে র্যাবও পালাটা গুলি ছোড়ে । এমন ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আটক হন সাগর এবং ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে । পরে সাগরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন । উল্লেখ্য, আজ রাত ৮.টার দিকে গ্রামের বাড়ী উড়াকান্দা কবরস্থানে কুদ্দুসকে দাফন করা হয়েছে ।
উল্লেখ্য, নিহত কুদ্দুস নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন লাল পতাকা পার্টি করার পাশ-পাশি পার্টনারশীপ বালুর ব্যাবসাও করতেন বলে এলাকাবাসী জানান । বাবসায়ী পার্টনারদের মধ্যে কারো কারো কাছে রয়ে গেছে লাখ লাখ টাকা, আবার কারো কাছে রয়ে গেছে আগ্নেয়আস্ত্র । স্থানীয় র্যাব-পুলিশ তদন্তপূর্বক নিহতের সেই সঙ্গী-সাথীদের কাছে রয়ে যাওয়া টাকা-পয়সা ও আগ্নেয়আস্ত্র, উদ্ধার করতে পারে কি-না সেটাই দেখার অপেক্ষায় জনসাধারন ।