ফরিদপুর মধুখালীতে ২৫৬বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ২জন আটক
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ ,৩ এপ্রিল, ২০২৩ | আপডেট: ১২:৫০ পূর্বাহ্ণ ,৪ এপ্রিল, ২০২৩
স্টাফ রিপোর্টার।। ফরিদপুর মধুখালী হতে ২৫৬বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রিত নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লার পাড়া গ্রামের মোঃ ওসমান শেখের ছেলে মোঃ শাহিন শেখ(৩৫) এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত ফাকু বিশ্বাসের ছেলে মোঃ জসিম বিশ্বাস(৩২)।
৩ এপ্রিল-২৩ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাইজকান্দি মোড়ে অভিযান চালিয়ে প্রাইভেট কার সহ ২ জনকে আটক করে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। তল্লাশী চালিয়ে উক্ত প্রাইভেটকার হতে ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় ১টি প্রাইভেট কার, ৬টি সিম কার্ডসহ ৪টি মোবাইল ও মাদক বিক্রিত ৬৪,৭০০ টাকা জব্দ করা হয়। সেই সাথে প্রাইভেটকারে থাকা মোঃ শাহিন শেখ ও মোঃ জসিম বিশ্বাস নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়।