আজ : বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া কাশ ফুলের ঝোপ থেকে চাপাতি চাকু পাইপসহ ৪ জন গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ ,২৪ আগস্ট, ২০২২ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ণ ,২৫ আগস্ট, ২০২২
দৌলতদিয়া কাশ ফুলের ঝোপ থেকে চাপাতি চাকু পাইপসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। গোয়ালন্দের দৌলতদিয়া হতে ধারালো চাপাতি, চাকু ও স্টীলের পাইপ সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। পুলিশের ভাষ্য- ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উম্বার কাজীর পাড়া গ্রামের মৃত হযরত আলী মন্ডলের ছেলে লোকমান মন্ডল(৩৫), বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির(২৮), উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া গ্রামের জব্বার মৃধার ছেলে গেদা মৃধা (৪৫) এবং রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকার গৌরীপুর গ্রামের মোঃ দুলাল শেখ ও মোছাঃ সীমা বেগমের ছেলে মোঃ হেলাল শেখ(২৭)।

গোয়ালন্দঘাট থানা পুলিশ জানায়- বুধবার (২৪শে আগষ্ট-২২) রাত সোয়া ৪ ঘটিকার সময় অভিযান চালিয়ে, গোয়ালন্দঘাট থানাধীন বাহির চর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া সাকিনস্থ জনৈক আলম মোল্লার পরিত্যক্ত খাবার হোটেলের উত্তর পাশে কাশ ফুলের ঝোপের মধ্যে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে লোহার তৈরি ১৫ইঞ্চি লম্বা ১টি চাপাতি, ৯ ইঞ্চি লম্বা ১টি স্টীলের চাকু, ৩০ইঞ্চি লম্বা ১টি স্টীলের এসএস পাইপ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৩, তারিখ-২৪/০৮/২০২২ ইং।

এরআগে, ১৫/০৮/২০২২ তারিখ রাত সোয়া ৩ টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন মজিদ শেখের পাড়া সাকিনস্থ দৌলতদিয়া লঞ্চ ঘাটের পাশে কবরস্থানের সামনে ফাঁকা জায়গা থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে ২ যুবককে গ্রেফতার করে গোয়ালন্দঘাট থানা পুলিশ। এ সময় তাদের নিকট হতে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার হাতুরী, ১টি লোহার ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রা হলো- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মাদার কাজীর ছেলে নুরু কাজী(২৫) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মিরপুর পশ্চিম পাড়া গ্রামের মোঃ সানোয়ার বেপারীর ছেলে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২২)। এ/পি-চর কাটারি।

এ সংক্রান্তে, গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৯, তারিখ-১৫/০৮/২০২২ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। আসামী নুরু কাজীর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।

Comments

comments