আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী ডিবির অভিযানে গোয়ালন্দ ও বালিয়াকান্দি হতে ২১০পিছ ইয়াবাসহ গ্রেফতার ৪


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ ,১৩ আগস্ট, ২০২২ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ণ ,১৭ আগস্ট, ২০২২
রাজবাড়ী ডিবির অভিযানে গোয়ালন্দ ও বালিয়াকান্দি হতে ২১০পিছ ইয়াবাসহ গ্রেফতার ৪

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী ডিবি পুলিশের পৃথক অভিযানে গোয়ালন্দ ও বালিয়াকান্দি হতে (১৪০+৭০) ২১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রাজবাড়ী ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- গোপন সংবাদের ভিত্তিতে, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মফিজুল ইসলাম ও এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় র্ফোস শনিবার (১৩ই আগষ্ট-২২) বেলা পৌনে ৩ ঘটিকার সময় অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা-রাজবাড়ী মহাসড়ক সংলগ্ন দৌলতদিয়া সাকিনস্থ ৩৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং বেপারী পাড়া গ্রামের মোঃ কুববাত শেখের ছেলে মোঃ ইবাদত শেখ(২২) ও ফেলু মোল্লার পাড়া গ্রামের মোঃ কালাম কাজীর ছেলে মোঃ হাফিজুল কাজী(২৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

একই দিনে, একই অভিযানিক দল দ্বিতীয় বার অভিযান চালিয়ে , রাত পৌনে ১০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউপি ডাঙ্গাহাতিমোহন সাকিনস্থ পল্লীবিদুৎ আঞ্চলিক অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ৭০পিছ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর গ্রামের মোঃ সোলেমান খাঁনের ছেলে মোঃ রাব্বুল খাঁন(১৯) ও একই জেলা/উপজেলার জামালপুর ইউনিয়নের সাবনী পাড়া গ্রামের মোঃ রফিক বিশ্বাসের ছেলে মোঃ খাইরুল বিশ্বাস(৩০)। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Comments

comments