আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে এক মাদক ব্যবসায়ী ও দুইজন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ ,৩০ জুলাই, ২০২২ | আপডেট: ১:৫০ পূর্বাহ্ণ ,১ আগস্ট, ২০২২
গোয়ালন্দে এক মাদক ব্যবসায়ী ও দুইজন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন গ্রেফতার

গোয়ালন্দ সংবাদদাতা।। গোয়ালন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গলি হতে ২০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, দুই জন সাজাপ্রাপ্ত ও একজন পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে, ইয়াবা সহ গ্রেফতার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়া বাহিরচর গ্রামের মৃত সৈয়দ আলী খন্দকারের ছেলে মো. বিল্লাল খন্দকার। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, ডিগ্রীর চর চাঁদপুর এলাকার মৃত আইনুদ্দিন মোল্লার ছেলে আকমল শেখ ও দৌলতদিয়া বাজার এলাকার শুকুর মোল্লার ছেলে আসাদুজ্জামান রুবেল। এবং পরোয়ানা ভুক্ত আসামী আয়নাল মাতুব্বর পাড়ার আলমাছ সরদারের ছেলে মনির সরদার।

থানাছপুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করে এবং অন্যান্য আসামীদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Comments

comments