আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা হতে ১হাজার পিছ ইয়াবা, ২কেজি গাঁজা, ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি গুলিসহ গ্রেফতার ২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ ,৫ জুলাই, ২০২২ | আপডেট: ১২:২৭ পূর্বাহ্ণ ,৬ জুলাই, ২০২২
পাংশা হতে ১হাজার পিছ ইয়াবা, ২কেজি গাঁজা, ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি গুলিসহ গ্রেফতার ২

পাংশা সংবাদদাতা।।  পাংশার মাছপাড়া হতে ১ হাজার পিছ ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ মোঃ আরিফুল ইসলাম(৩৩) কে এবং বহালডাঙ্গা হতে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি গুলি সহ মোঃ আশরাফুল মন্ডল(৩৫) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

ইয়াবা ও ২ গাঁজা সহ গ্রেফতারকৃত আরিফুল- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে। এবং ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা কার্তূজ সহ গ্রেফতারকৃত আশরাফুল- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আফতাব মন্ডলের ছেলে।

থানা পুলিশসূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে, পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোমবার (৪ জুলাই-২২) রাত সোয়া ৯ টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামে তার নিজ বসত ঘর হতে মোঃ আরিফুল ইসলাম(৩৩) কে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচ হতে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

একইদিন, অপর অভিযানে রাত সোয়া ১১ টার দিকে সরিষা ইউনিয়নের বহালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের জৈনিক নজরুল মন্ডলের মেহগুনির বাগান হতে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা কার্তূজ সহ মোঃ আশরাফুল মন্ডল(৩৫) কে গ্রেফতার করে পাংশা থানা পুলিশ।

এ ব্যাপারে, পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান জনতার মেইলকে জানান- ১ হাজার পিছ ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ গ্রেফতারকৃত মোঃ আরিফুল ইসলাম(৩৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫/৭/২২ তারিখে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাংশা থানার মামলা নং ০২। এবং অপর অভিযানে, ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা কার্তূজসহ গ্রেফতারকৃত মোঃ আশরাফুল মন্ডল(৩৫) এর বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনে ১৯(এ) (এফ) ধারায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাংশা থানার মামলা নং- ০৩। তারিখ ৫/৭/২০২২ইং।

Comments

comments