আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর র‌্যাব কতৃক বরিশালের আগৈলঝড়া হতে ৩০৯ বোতল ফেন্সিডিল সহ আটক ২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ ,১৭ জুন, ২০২২ | আপডেট: ১:১৩ পূর্বাহ্ণ ,২৫ জুন, ২০২২
মাদারীপুর র‌্যাব কতৃক বরিশালের আগৈলঝড়া হতে ৩০৯ বোতল ফেন্সিডিল সহ আটক ২

স্টাফ রিপোর্টার।।  বরিশালের আগৈলঝড়া হতে পিকাপে পরিবহনকালে ৩০৯ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে হাতে নাতে আটক করেছে মাদারীপুর র‌্যাব। এ সময়, আটককৃতদের নিকট ফেন্সিডিল পরিবহন কাজে ব্যবহৃত ১টি পিকাপ, ৪টি সীমকার্ডসহ ২টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের দক্ষিন শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম ও সুফিয়া বেগমের ছেলে রফকিুল ইসলাম ওরফে মিন্টু(৩৫) এবং মোঃ সিরাজুল ইসলাম ও  খাদিজা খাতুনের ছেলে সামিউল ইসলাম(১৮)।

কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (১৭ জুন-২২) বেলা সাড়ে ৩ ঘটিকার সময় অভিযান চালিয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় বাইপাস মোড় সংলগ্ন তন্ময় টি স্টল এর সামনে রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প জানায়- আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা সিমান্ত এলাকা হতে পিকাপ ব্যবহার করে গোপালগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

Comments

comments