রাজবাড়ীতে বেড়ে চলেছে গরু চুরি! নেই নিরাপত্তা; চোর আতঙ্কে গৃহস্থরা
প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ ,২০ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ৪:০২ পূর্বাহ্ণ ,২৪ সেপ্টেম্বর, ২০২১
স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর ইন্দ্রনারায়ানপুর ও রামকান্তপুরের তিন গৃহস্থের বাড়ি থেকে ৭টি গরু চুরি হয়ে গেছে। দূর্ধর্ষ এ চুরির ঘটনায় গরু পালিত গৃহস্থদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গত ১৯শে সেপ্টেম্বর-২১ রোববার দিনগত রাতে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড অন্তর্গত ইন্দ্রনারায়নপুর গ্রামের মোঃ ছবেদ আলীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১টি গাভী ও ১টি ষাড় সহ ২টি গরু চোরে নিয়ে যায়। পরে, চোরেরা গাভিটি গাড়িতে তুলতে না পেরে মহাসড়ক সংযোগস্থল ইন্দ্রনারায়নপুর রাস্তার মোড়ে গাভিটি গাঁছের সাথে বেঁধে রেখে ষাড় গরুটি নিয়ে গেছে। গরু চুরির এ ঘটনাটি সকালে জানাজানি হলে এলাকার গরু পালিত গৃহস্থদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
গরুর মালিক ছবেদ জনতার মেইলকে জানান- চুরি যাওয়া ষাড়টির মূল্য প্রায় ৮৫ হাজার টাকা। আর গাভীটি বেশ বড় ও ৮/৯ মাসের গর্ভবতী হওয়ায় সম্ভবত গাড়ি তুলতে না পেরে রেখে গেছে। ভেবেছিলাম ষাড় গরুটি বিক্রি করে সাংসারিক দেনা-দায়িক পরিশোধ করবো, কিন্ত তা আর হলোনা। গরু চোরদের ভয়ে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেল, আমরা এখন চোর আতঙ্কের রয়েছি।
এর আগে, গত ৮/১০ দিন পূর্বে রামকান্তপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রামকান্তপুর গ্রামের সাবেক মেম্বার মৃত মোতালেবের বাড়ির পিছনে মালেশিয়া প্রবাসী জাহাঙ্গীরের বাড়ির গোয়ল ঘড় থেকে ৬/৭ কেজি দুধ ওয়ালা ১টা গাভি ও ২টি ষাড়সহ ৩টি গরু রাতে চুরি হয়ে গেছে।
একই গ্রামের বাসিন্দা আঃ রহিম মিয়া জানান- এ চুরির ঘটনাটি ঘটেছে আনুমানিক গত ৮/১০ দিন পূর্বে। ওই বাড়িতে গেলে গরুর মূল্যসহ বিস্তারিত জানতে পারবেন।
গত প্রায় ২ মাস পূর্বে রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের আব্দুস সামাদ বিশ্বাসের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১টি গাভী ও ২টি ষাড় সহ ৩টি গরু চুরি হয়ে গেছে। এ ব্যাপারে একই গ্রামের বাসিন্দা সোহেল জানান- এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় জিডি করা হয়, গরুর মালিকের সাথে আমি থানায় গিয়েছিলাম। চুরি হওয়া গরুগুলো আজ পর্যন্তও উদ্ধার হয়নি।