আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে বরগুনায় ৫লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ ,৪ জুলাই, ২০২১ | আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ণ ,৯ জুলাই, ২০২১
র‌্যাবের অভিযানে বরগুনায় ৫লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার।। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে বরগুনার বেতাগী হতে ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব সদস্যরা। যার অনুমান বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম ও বরগুনা জেলার বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সুহৃদ সালেহীন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল ১২ই জুন-২১ তারিখ আনুমানিক দুপুর পৌনে ১২ ঘটিকায় বরগুনা জেলার বেতাগী থানাধীন বুড়ামজুমদার এলাকায় অমূল্য চন্দ্র মিস্ত্রির বসত বাড়ীতে অভিযান চালিয়ে উক্ত উক্ত কারেন্ট জাল উদ্ধার করে।

এ সময়, মৎস্য সংরক্ষণ ১৯৫০ এর ৫ এর ৩(খ) ধারা মোতাবেক কারেন্ট জাল জব্দ এবং নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অমূল্য চন্দ্র মিস্ত্রি (৬০) কে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা করা হয়।

Comments

comments