রাজবাড়ী থানা পুলিশের হাতে ধাওয়াপাড়ার চরমপন্থী পিচ্চি মাজেদ ফের গ্রেফতার
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ ,১৬ মে, ২০২১ | আপডেট: ১:২৮ পূর্বাহ্ণ ,১৮ মে, ২০২১
স্টাফ রিপোর্টার।। উচ্চ আদালত থেকে জামিন জালিয়াতি মামলার আসামী ও পুলিশের তালিকাভুক্ত নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় অস্ত্রধারী সদস্য, খুন, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী ধাওয়াপাড়া (কাবিলপুরের) মাজেদ সরদার ওরফে পিচ্চি মাজেদকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
১৬ই মে-২১ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান- এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই সোহেল রানা, এসআই জাহেদ শেখ, এএসআই অনুপ কুমার ও কনষ্টবল পলাশ বড়ুয়া বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাজেদের বিরুদ্ধে দায়রা ৯১/১২ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, দায়রা ১০৮/০৯ ধারা-৩০২/৩৪ পেনাল কোড এবং বিশেষ ট্রাইবুনাল ৪৬/০৭ এবং দৌলতপুর (মানিকগঞ্জ) থানার মামলা নং ০৭ (০৯)১৭ ধারা অস্ত্র আইনের ১৯(ক) মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য, খুন, ডাকাতি অস্ত্র এবং উচ্চ আদালত থেকে জামিন জালিয়াতি মামলার আসামী।