আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবহনকালে মিনি ট্রাক ভর্তি ১,২০০ কেজি জাটকা ইলিশসহ আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ ,২৪ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ণ ,২৬ এপ্রিল, ২০২১
পরিবহনকালে মিনি ট্রাক ভর্তি ১,২০০ কেজি জাটকা ইলিশসহ আটক

স্টাফ রিপোর্টার।। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মিনি ট্রাকে পরিবহনকালে ১,২০০ কেজি জাটকা ইলিশ ট্রাকসহ ১ জনকে আটক ও জরিমানা করেছে মাদারীপুর র‌্যাবের একটি আভিযানিক দল।

আটককৃত ব্যক্তি- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বোলগ্রাম গ্রামের মাজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৫২)।

শরীয়তপুর হতে মাদারীপুরগামী মহাসড়ক দিয়ে একটি মিনি ট্রাকের মাধ্যমে জাটকা ইলিশ নিয়ে মোস্তফাপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এবং মাদারীপুর সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে ২৪ এপ্রিল-২১ শনিবার ভোর সোয়া ৪.টা হতে সকাল সোয়া ৯ ঘটিকা পর্যন্ত মাদারীপুর জেলার সদর থানাধীন আড়িয়াল খাঁ ব্রীজ সংলগ্ন টোলঘরের সামনে মহাসড়ক হতে ওই মিনি ট্রাকটি আটক করা হয়।

পরবর্তীতে, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৮৫ এর বিধি ৯ এর লংঘনের অভিযোগে ৫(৯) বিধি অনুসারে আটক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থাদন্ড প্রদান করা হয়।  জরিমানার টাকা আদায় পূর্বক এধনের কর্মকান্ড হতে বিরত থাকার জন্য সর্তক করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতে উদ্ধারকৃত জাটকা ইলিশ মাদারীপুর জেলার সদর উপজেলার বিভিন্ন এতিমখানা/মাদ্রাসায় বিতরণ করা হয়।

Comments

comments