কৃষকের থেকে ওজনে বেশি (ধলতা) নেওয়ায় ৩ পেঁয়াজ আড়তদারকে জরিমানা
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ ,২১ এপ্রিল, ২০২১ | আপডেট: ২:২০ পূর্বাহ্ণ ,২৩ এপ্রিল, ২০২১
কালুখালী সংবাদদাতা।। আড়তে পেঁয়াজ বিক্রির সময় কৃষকের নিকট থেকে প্রতি মনে ২-৩ কেজি পেঁয়াজ ওজনে বেশি (ধলতা) নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে ৩ জন আড়তদারকে জরিমানা করা হয়েছে।
২১শে এপ্রিল-২১ বুধবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধীনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
উপজেলা প্রশাসনসূত্রে জানাযায়, সমাধীনগরের সাপ্তাহিক হাটে নির্দিষ্ট ওজনের চেয়ে প্রতিমনে ২-৩ কেজি পেঁয়াজ বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যেমে প্রত্যেক আড়তদারকে ১০ হাজার টাকা করে মোট ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময়, স্থানীয় জনসাধারণ ও গ্রাম পুলিশের মাঝে মাস্ক বিতরন করা হয় ও সবাইকে করোনাকালীন সময়ে স্বাস্থবিধি মেনে চলতে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। বালিয়াকান্দি উপজেলার সব বাজারে এই অভিযান চলবে বলেও তিনি জানান।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যরা।