আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় ১২ বছরের বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষক র‌্যাবের হাতে গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ ,২০ এপ্রিল, ২০২১ | আপডেট: ১:৪২ পূর্বাহ্ণ ,২১ এপ্রিল, ২০২১
গলাচিপায় ১২ বছরের বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষক র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।  ১২ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক কন্যা শিশু ধর্ষন মামলার আসামী মোঃ জালাল গাজী (৬৫) কে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সাং-দক্ষিণ চরচন্দ্রাইল গ্রামের মৃত মোন্তাজ গাজীর ছেলে। সে পটুয়াখালীর গলাচিপার গজালিয়া ইউনিয়নের ব্রীজ বাজারের চায়ের দোকানদার।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামের নের্তৃত্বে ২০ এপ্রিল-২১ মঙ্গলবার বিকেল পৌনে ৪.টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যান কলস এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষন মামলার আসামী মোঃ জালাল গাজী (৬৫) কে গ্রেফতার করেছে উক্ত র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।

ঘটনার বিবরণে জানাযায় যে, কন্যা শিশুটির বয়স ১২ বছর এবং সে একজন বাক প্রতিবন্ধী। শিশুটি চলতি বছরের গত ১২ই এপ্রিল দুপুর ২ ঘটিকার দিকে দোকেনে গেলে, খাবারের প্রলোভন দিয়ে মোঃ জালাল গাজী দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে পাশবর্র্তী মোঃ রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়। ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধাকমি ও ধামকি দিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করে। পরবর্তীতে গত ১৯শে এপ্রিল-২১ ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় মামলা দায়ের করে। তদ্প্রেক্ষিতে- র‌্যাব তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল গাজী (৬৫) ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানার মামলা নং-১৫, তারিখ ১৮/০৪/২০২১, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৯(১) মূলে হস্তান্তর করা হয়।

Comments

comments