আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় জাটকা সংরক্ষন অভিযানে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড ও ১ মন জাটকা জব্দ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০২১ | আপডেট: ১:২৪ পূর্বাহ্ণ ,১১ এপ্রিল, ২০২১
পাংশায় জাটকা সংরক্ষন অভিযানে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড ও ১ মন জাটকা জব্দ

পাংশা সংবাদদাতা।।।। ‘মুজিব বর্ষে শপথ নিবো জাটকা নয় ইলিশ খাব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল-২১ পর্যন্ত জাটকা সংরক্ষন সপ্তাহ। এ সময়ের মধ্যে জাটকা ইলিশ সংগ্রহ, সংরক্ষন, পরিবহন ও ক্রয়-বিক্রয় অপরাধ।

এ সপ্তাহের শেষ দিন ১০ এপ্রিল-২১ শনিবার পাংশা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী জাটকা ইলিশ সংরক্ষনে পাংশার মাছ বাজারে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় ২ ব্যবসায়ীর নিকট জাটকা ইলিশ থাকায় ২ টি মামলায় ৪ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে ওই ২ মাছ ব্যবসায়ীর নিকট থাকা ১মন জাটকা ইলিশ জব্দ করে পাংশা উপজেলার ৩টি এতিম খানা ও মাদ্রাসায় বিকরণ করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার। মোবাইল কোট পরিচালনায় সহায়তা করেন পাংশা মডেল থানা পুলিশ।

Comments

comments