রাজবাড়ীতে অবৈধ ৬টি জলন্ত ইটভাটা ভেঙে গুড়িয়ে দিলো প্রশাসন
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ ,২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:১৬ অপরাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২১
রাজবাড়ী প্রতিনিধি।। সরকারী বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটা পরিচালনা করে পরিবেশ দূষিত করার অপরাধে ও কোন ধরণের কাগজপত্রা না থাকায় অভিযান চালিয়ে রাজবাড়ীতে ৬টি জলন্ত ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
২১ জানুয়ারি-২১ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে- অভিযান চালিয়ে রাজবাড়ী সদরের রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলা কারাগারের পাশে জে.বি.আই, এন.আই.বি, এস.বি.বি.সহ ৪ টি ও পাংশায় কে.এন.বি ও আর.এম নামের ২ টি সহ মোট ৬টি জলন্ত ইটভাটা গুড়িয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ জানান- রাজবাড়ীতে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা আছে। এতদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে আসছিলো। কোনো ধরণের বৈধতা না থাকায় ওই ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে উপস্থিত ছিলেন- ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ, ফরিদপুর পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক এ এইচ এম রাসেদ, র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ র্যাব ও পুলিশ সদস্যরা।