আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে ২ ইট ভাটা ধ্বংশ ও ৫ ভাটাকে ১৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ ,২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৩৮ পূর্বাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২১
ফরিদপুরে ২ ইট ভাটা ধ্বংশ ও ৫ ভাটাকে ১৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ফরিদপুর সংবাদদাতা।। সরকারী বিধি-নিষেধ অমান্য করে ইট ভাটা পরিচালনা করে পরিবেশ দূষিত করার অপরাধে ২ ইট ভাটা ধ্বংশ করেছে ও ৫ ইট ভাটাকে ১৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ঢাকা মহানগর কার্যালয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে ২০ জানুয়ারি-২১ বুধবার ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার ইট ভাটায় দিনব্যাপী মোবাইল ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানকালে- কোতয়ালী থানার এনামুল তারিক মিয়া (৩০) এর এফ.বি.আই বিক্স ও এ.এস বিক্স  নামের ২ টি ভাটাকে ধ্বংশ করা হয়। এছাড়াও, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এ.বি এন্টার প্রাইজের মোঃ আরশাদ বেপারী (৪০) কে ৪ লক্ষ টাকা, এইচ.এম.বি বিক্স এর মালিক খন্দকার মোঃ মাসুদুর রহমান (৪৫) কে ৪ লক্ষ টাকা, সদরপুর থানাধীন এফ.বি.এফ বিক্স এর মালিক মোঃ কামরুজ্জামান টিটু (৪০) কে ২ লক্ষ টাকা, ভাংগা থানাধীন আর.এফ.এম বিক্স ফিল্ডেএর মালিক রেজাউল লপ্তী গং (৫০) কে ৩ লক্ষ টাকা এবং মেসার্স আর.আর বিক্স এর মালিক আব্দুর নুর (৪৫) কে ৫ লক্ষ টাকাসহ সর্বমোর্ট ১৮ লক্ষ টাকা জরিমানা করে- ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঢাকা মহানগর কার্যালয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

Comments

comments