আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে কিশোরী কাজল হত্যার ৫দিনের মাথায় র‌্যাবের হাতে ১ আসামী গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ ,২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১:২৯ পূর্বাহ্ণ ,২৬ অক্টোবর, ২০২০
শরীয়তপুরে কিশোরী কাজল হত্যার ৫দিনের মাথায় র‌্যাবের হাতে ১ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। গত ২১শে অক্টোবর রাতে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকার চাঞ্চল্যকর কিশোরী কাজল হত্যা মামলার আসামী মোঃ জুয়েল খান (১৮) কে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮। সে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বড় নওগাঁ গ্রামের মোঃ আলী আজগর খানের ছেলে।

২৫ অক্টোবর-২০২০ রবিবার সকালে শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ অক্টোবর-২০ রাতে কে বা কারা শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কুলকুড়ি এলাকার জনৈক আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে কাজল আক্তার (১৫) কে হত্যা করে হাত-পা বেঁধে প্রতিবেশির বাড়ির পিছনে খালের মধ্যে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায়, ২২/১০/২০২০ইং তারিখে ডামুড্যা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৪।ধারা-৩০২/৩৪ (পেনাল কোড)।

এ ব্যাপারে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প শুরু থেকেই ঘটনার জট খুলতে মাঠে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামি মোঃ জুয়েল খানসহ আরও ২-৩ জন সহযোগে ভিকটিম কাজল আক্তারকে ধর্ষণপূর্বক নির্মমভাবে হত্যা করে এবং হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেয়ে। এই তথ্য প্রপ্তিতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে আসামি জুয়েলকে গ্রেফতার করে।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জনতার মেইলকে জানান আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং প্রকৃত রহস্য উন্মোচন করে। আটককৃত আসামিকে ডামুড্যা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments

comments