আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মানহানিকর মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের অপরাধে রাজবাড়ীতে মোবাইল মেকার মজনু গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ ,১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৪২ অপরাহ্ণ ,১১ অক্টোবর, ২০২০
মানহানিকর মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের অপরাধে রাজবাড়ীতে মোবাইল মেকার মজনু গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি।। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করার অপরাধে খন্দকার রবিউল ইসলাম মজনু নামের এক যুবককে ১০ অক্টোবর-২০ শনিবার দুপুরের দিকে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মজনু, রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকার রোস্তম আলী খন্দকারের ছেলে। এবং সে রাজবাড়ী বাজারের হাজি সুপার মার্কেটে সার্ভিসিংয়ের কাজ করে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা রাতে রবিউল ইসলাম খন্দকারের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেছেন- রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক আজিজুল ইসলাম মন্ডল।

মামলায় বলা হয়েছে, গত ৬ অক্টোবর-২০ দুপুর ১ টা ১৩ মিনিটে রবিউল ইসলাম খন্দকার তার Robiul Islam Khandokar ফেসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য পোষ্ট করে। যা পরবর্তীতে বাদীসহ অনেকের নজরে আসে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করা এবং আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য এই ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করেছে। এতে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অংশ সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং দলীয় লোকজন ক্ষোভে ফেটে পরেছে। ফলে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলার অবনতি হবার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসামি রবিউল ইসলাম খন্দকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করেছে। যে কারণে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটক্তি করার অভিযোগ দায়ের হওয়া মামলার আসামি হিসেবে রবিউল ইসলাম খন্দকারকে গ্রেফতার এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, রবিউলের বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর জেলা কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের নারী সদস্য ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফাতেমা বেগম রাজধানী ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন। ওই মামলাটি তদন্ত করছে পিবিআই। এছাড়া জেলার দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টারের কর্মচারীদের মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সোহেল রানা চৌধুরীকে জামিনে মুক্ত করতে গত ২৭ সেপ্টেম্বর আদালতে মিথ্যা প্রত্যয়নপত্র প্রদান করেন সাংবাদিক ফোরামের সভাপতি রবিউল। ওই প্রত্যয়নপত্রে সোহেল রানা সিএনএন বাংলা টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং সিএনএন বাংলা টিভি একটি বেসরকারী স্যাটালাইট টেলিভিশন হিসেবে উল্লেখ করেছে। মূলত সিএনএন বাংলা টিভি বেসরকারী স্যাটালাইট টেলিভিশন নয়।

Comments

comments