মাদারীপুর র্যবের অভিযানে ৬হাজার কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ ,২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩০ অপরাহ্ণ ,২৯ সেপ্টেম্বর, ২০২০
স্টাফ রিপোর্টার।। মাদারীপুর র্যাবের অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৬ হাজার কেজি মজুদকৃত পলিথিন উদ্ধার সহ মোঃ পান্নু মোল্লা নামের এক ব্যবসায়ী আটক।
আটক ব্যাবসায়ী- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া গ্রামের ফজল মোল্লার ছেলে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, মাদারীপুর জেলার রাজৈর থানাধীন খালিয়া এলাকায় মোঃ পান্নু মোল্লার বাড়িতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন অবৈধ ভাবে বিক্রীর উদ্দেশ্যে মজুদ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর-২০ সোমবার বেলা ৩.টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন খালিয়া এলাকায় মোঃ পান্নু মোল্লার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে পলিথিন জব্দসহ তাকে আটক করা হয়।
আটকের পর, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদারীপুর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) সালের ৬(ক) ধারা মোতাবেক ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
জব্দকৃত পলিথিন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে মাদারীপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।