আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বালুর চাতালে অভিযান, ১১ জনকে জরিমানা; অপসারণের সময় ৫ দিন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ ,২০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১:৩৫ পূর্বাহ্ণ ,২১ সেপ্টেম্বর, ২০২০
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বালুর চাতালে অভিযান, ১১ জনকে জরিমানা; অপসারণের সময় ৫ দিন

রাজবাড়ী প্রতিনিধি।।  রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা কারাগার থেকে চর লক্ষ্মীপুর তালতলা এলাকা পর্যন্ত সড়কের পাশে একাধিক অবৈধ বালুর চাতাল স্থাপন করে দির্ঘদিন ধরে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যাবসা চালিয়ে আসছে। এতে করে নির্মানাধিন সড়কটির কাজ বন্ধ হয়ে যায় এবং জনসাধারনের ভোগান্তিরে সৃষ্টি হয়।

এমন অভিযোগে ২০ সেপ্টেম্বর-২০ রবিবার দুপুরে অত্র এলাকায় অভিযান চালিয়ে সেখানকার ১১ জন বালু ব্যবসায়ীর কাছ থেকে ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ওই সব বালু সড়িয়ে নেবার নির্দেশ প্রদান করেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব সে সময় বালু ব্যবসায়ী জিয়াউর রহমান, মোঃ ওসমান, মোঃ আলাউদ্দিন, ইমরুল কবির, রুবেল, রহিম, তানজিল, মামুন, মুক্তার, মঞ্জুরুল আলম ও সোহানের কাছ থেকে সর্বমোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে। একই সাথে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ওই সড়কের ১০মিটারের মধ্য থেকে বালু সড়িয়ে নেবার নির্দেশ প্রদান করে।

এ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন- রাজবাড়ী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, একই বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজানসহ সদর থানার পুলিশ সদস্যরা।জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব‍্যহত থাকবে বলেও জানাযায়।

উল্লেখ্য, ওই বালুর চাতাল গুলো সড়িয়ে নেবার জন্য রাজবাড়ী সড়ক বিভাগের পক্ষ থেকে ব্যবসায়ীদের মৌখিক ও পত্র প্রদান করা হলেও বালু ব্যবসায়ীরা সে নির্দেশনার তোয়াক্কা করছিলেন না। যে কারণে সড়ক বিভাগের পক্ষ থেকে গত ৫ সেপ্টেম্বর বালু ব্যবসায়ীদের পুনরায় পত্র দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। যার প্রেক্ষিতে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুল্লাহর নেতৃত্বে সদর থানা পুলিশের সহযোগিতায় আজ সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।

Comments

comments