রাজবাড়ী কোর্টে মামলা দাখিল করতে গিয়ে জাল কোর্ট ফি সহ আটক- ৩
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ ,১৭ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫১ পূর্বাহ্ণ ,১৯ সেপ্টেম্বর, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ৩,০০০/- টাকার জাল কোর্ট ফি সৃজন করিয়া রাজবাড়ী জেলা জজ আদালতে দেওয়ানি আপিল ৪৩/২০২০ নং মামলা দাখিল (ফাইলিং) করায় রাজবাড়ীর ২ জন ষ্ট্যাম্প ভেন্ডর ও ১ আইনজীবি সহকারী (মহরী) কে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায়, ১৭ সেপ্টেম্বর-২০ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের নাজির শ্যামল কুমার রায় বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার আসামিরা হলো, রাজবাড়ীর গোপালপুর গ্রামের মৃত হাচেন মোল্লার ছেলে ও ষ্ট্যাম্প ভেন্ডর এস কে হিরু (৪০), জেলা শহরের বিনোদপুর গ্রামের সুকুমার রায়ের ছেলে ও ষ্ট্যাম্প ভেন্ডর সুমন রায় (৩৫) ও সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আব্দুল গণির ছেলে ও আইনজীবি সহকারী সেকেন্দার আলী (৬০)।
মামলাসূত্রে জানাযায়, আসামিরা রাজবাড়ী জেলা জজ আদালতের মামলার কপিতে সৃজনকৃত জাল কোর্ট ফি দাখিল করে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে। সেই সাথে এই ৩ আসামিসহ অজ্ঞাত নামা ব্যক্তিদের একটি চক্র দীর্ঘ দিন যাবৎ জাল কোর্ট ফি সংগ্রহ করে তা বিক্রি করে আসছে। একই সাথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতারণা মূলক ভাবে তা আদালতে ব্যবহার করছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আদালত কর্তৃপক্ষ আসামিদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায়, আইনজীবি সহকারী আকমল হোসেন জানান- শুকুমার চন্দ্র রায় স্ট্যাম্প ভেন্ডারের ছেলে সুমনের নিকট থেকে মহরী সেকেন্দার ৩ হাজার টাকার কোর্ট ফি ক্রয় করে মামলার কাগজপত্রে সৃজন করে রাজবাড়ী দায়রা জজ আদালতে মামলাটি দাখিল করে। সেখান থেকে তাদের আটক করা হয়। তিনি আরো বলেন, প্রতিদিন একাধিক দেওয়ানি মামলা দাখিল হয়, লক্ষ লক্ষ টাকার কোর্ট ফি লাগে। আমার ধারনা, তারা দির্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এই চক্রটির সাথে আরো অনেকেই জড়িত আছ বলে সকলের ধারনা। আদালত ভবনের মধ্যে থাকা সবকটি স্ট্যাম্প ভেন্ডারে অভিযান চালালে হয়তো বা আরো জাল কোর্ট ফি, জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প পাওয়া যেতে পারে।